আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : ‘মাদক ছুবনা, বাল্য বিয়ে দেবনা, যৌতুক নেবোনা’ অঙ্গীকার নিয়ে দেবিদ্বার ক্যামব্রীজ স্কুলের মেধাবৃত্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ডা. জসীম উদ্দিন ক্যামব্রীজ স্কুলে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১৩ সালের ১শ ১৯ মেধাবী শিক্ষার্থী ছাড়াও ওই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেলে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, ডা. জসীম উদ্দিন ক্যামব্রীজ স্কুলের অধ্যক্ষ আলী ইমাম, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম ভূঞা।
ডা. জসীম উদ্দিন ক্যামব্রীজ স্কুলের বিদ্যালয়ের পরিচালক এডভোকেট মো. মাজহারুল ইসলাম মামুন ও উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন’র সঞ্চালনায় ওই অনুষ্ঠানের শেষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
