শ্যামলবাংলা স্পোর্টস : চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান করেছে টাইগাররা। এতে দিন শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৮৯ রানে পিছিয়ে বাংলাদেশ। সোহাগ গাজী ২৮ ও আব্দুর রাজ্জাক ১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নিয়ে এন্ডারসনের বলে আউট হয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। আউট হওয়ার আগে ক্যারিয়ার সেরা ও বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ১৮১ রান করেছেন। এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৬৯ রান করে।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে সফরকারীদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাংলাদেশ। সকালে আগের দিনের ২ উইকেটে ১০৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল ও মার্শাল আইয়ুব। ১০৩ রানের সঙ্গে ৩৭ রান যোগ করার পর দলীয় ১৩৪ রানের মাথায় কিউই পেসার অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হন অভিষেক টেস্ট খেলা আইয়ুব। চট্টগ্রামে বাংলাদেশের ৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় মার্শাল আইয়ুবের। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। কিন্তু মাত্র ১৯ রানের মাথায় উইলিয়ামসনের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ আউট হন তিনি। মুশফিক ও মমিনুল মিলে দলকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মমিনুল এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ১৮১ রানে আউট হন। এর একটু পরেই ডগ ব্রেসওয়েলের বলে রস টেইলর হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক মুশফিকুর রহিম। তার সংগ্রহ ৬৭ রান। এরপর সোহাগ গাজী আর নাসির জুটি বাধেন। নাসির ৪৬ রান করে আউট হলে দিন শেষে রাজ্জাক ও সোহাগ অপরাজিত থাকেন।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: প্রথম ইনিংস- ৩৮০/৭, ১১৬ ওভার
সোহাগ গাজী: ২৮* আব্দুর রাজ্জাক: ১*
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস- ৪৬৯/১০