কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে ইভটিজিংয়ের দায়ে ৩ বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মো. সাজেদুর রহমান ৩ বখাটেকে ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে স্থানীয় গড়গড়ি গ্রামের সাইদ হোসেন (২১), আরিফ রহমান (২২) ও কাজল হোসেন (১৯)। সাজাপ্রাপ্তদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাইদ হোসেন, আরিফ রহমান ও কাজল হোসেন কয়েকমাস ধরে জীবননগর উপজেলার দৌলতগঞ্জ পুরাতন ব্রিজপাড়ার এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো। এর এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে ওই ৩ বখাটে মেয়েটির বাড়িতে গিয়ে উত্যক্ত শুরু করে। এ সময় প্রতিবেশীরা এসে ৩ বখাটেকে আটক করার পর জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ বখাটেদেরকে ভ্রাম্যমাণ বিচারিক আদালতে হাজির করলে তারা বিচারকের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। এ সময় বিচারক সাজেদুর রহমান সাইদ হোসেনকে দু’মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং আরিফ রহমান ও কাজল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
