আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সেকায়েপ প্রকল্পের আওতায় ৯ হাজার ১শ ৮১ জন পিএমটিভুক্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ২০১৩ সালের প্রথম কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানান, উপবৃত্তির অর্থ বাবদ প্রকল্পের প্রধান কার্যালয় থেকে ১০ হাজার ৪৫ জন শিক্ষার্থীর বিপরীতে ৮৩ লক্ষ ৫৮ হাজার ২শ ৪০ টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে ৯ হাজার ১শ ৮১ জন শিক্ষার্থীকে ৭৫ লক্ষ ৫৬ হাজার ১০ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। অনিয়মিত, বিবাহিত, ট্রান্সফারড, ঝরে পড়া ও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ৮শ ৬৪ জন শিক্ষার্থীর বিপরীতে ৮ লক্ষ ২ হাজার ২শ ৩০ টাকা প্রকল্পের প্রধান কার্যালয়ে ফেরত দেয়া হয়েছে। উপজেলার ৪৮টি বিদ্যালয় ও ৩০ টি মাদ্রাসার উল্লেখিত শিক্ষার্থীদের মাঝে ওই উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।
