আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, অবেধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১০ অক্টোবর বৃহষ্পতিবার বিকেলে এক বিশেষ অভিযানে ওই ৩ জনকে জরিমানা করা হয়।
জানা গেছে, বৃহষ্পতিবার বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুসাইন শওকত উপজেলার সিংগা বাজারের মিন্টু স্টোরে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন। এসময় ওই দোকানের মালিককে ২ হাজার টাকা এবং মেয়াদ উর্ত্তীণ কোমলপানীয় থাকায় কাজিরহাট বাজারের ভাই ভাই স্টোর ও তামান্না স্টোরের মালিককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, পেশকার আব্দুল মান্নান প্রমুখ।
