মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের চা শিল্প শ্রম কল্যাণ কেন্দ্রের সামনে মোটর সাইকেলের ধাক্কায় হরমোজ আলী (৭০) নামক এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ওই দুর্ঘটনাটি ঘটে।
শমশেরনগর ইউপি সদস্য ফারুক আহমদ জানান, দুর্ঘটনার পর মোটর সাইকেল আরোহী পালিয়ে গেলেও স্থানীয়রা হরমোজ আলীকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকারী মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া গেছে। তাকে খোঁজে বের করার চেষ্টা চলছে।
