শ্যামলবাংলা বিনোদন : এবার একসঙ্গে টিভির পর্দায় আসছেন আলমগীর ও রুনা লায়লা। এই দম্পতির একজন অভিনেতা, অন্যজন সংগীতশিল্পী। দুজনই দারুণ জনপ্রিয়। এবার তাঁরা ‘পন্ডস সুপার কাপল’ প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করবেন। চ্যানেল নাইনে ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে রিয়েলিটি শো ‘পন্ডস সুপার কাপল’। মঙ্গলবার হবে গালা নাইট। এখানে সেরা ৩ যুগলকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমরা এবারই প্রথম একসঙ্গে কোনো প্রতিযোগিতার বিচারক হয়েছি। খুব ভালো লাগছে। আর প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ দম্পতিদের দেখে মুগ্ধ হয়েছি। তারা সবাই অসাধারণ। তাঁদের মধ্য থেকে সেরা ৩ যুগলকে বের করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ এই রিয়েলিটি শোতে বাছাই করা যুগলদের নিয়ে থাকছে নাচ, গান, রান্না আর মজার গেমস।
