সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত) বুল বুল আলম মাস্টার গতকল বৃহস্পতিবার সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেছেন (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫বছর। মৃত্যুর কালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি বেশ সুনামের সহিত উক্ত স্কুলে শিক্ষকতা করেছেন। তার মৃতুতে সাপাহার শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় জানাযা নামাজ শেষে তার লাশ গ্রামের বাড়ী উপজেলার কোচকুড়লিয়া উত্তর পাড়ার পারিবারিক কবর স্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।
