এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে স্যানিটেশন মাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা টাস্কফোর্স কমিটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ওয়াশ কর্মসূচির সহযোগিতায় ওই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ফজলুল হক। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ব্র্যাকের ওয়াশ কর্মসূচির নীলফামারীর আঞ্চলিক ব্যবস্থাপক মামুন-অর-রশিদ, বাঙ্গালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, বাঙ্গালিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক নীহাররঞ্জন দাস, পেশ ইমাম মাওলানা মো. আবুবক্কর সিদ্দিক, পৌরসভার নিয়ামতপুর সরকারপাড়া ব্র্যাক ওয়াশ কমিটির সভাপতি ইয়াছিন আলী, রাইসমিল নিচু কলোনী ব্র্যাক ওয়াশ কমিটির সভাপতি জাহেদুল হাসান প্রমুখ।
