হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সাউথইষ্ট ব্যাংকের ১‘শ তম শাখার উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের এস.এস রোডের বসাক প্লাজায় ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক এসএম মাইন উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় সাউথইষ্ট ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থ্াপক এস.এম আরিফুল হক, ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ের এইচআরপি কর্মকর্তা তাহাজ্জাত হোসেন, সিরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক খাইরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস পেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে সাউথইষ্ট ব্যাংক অবদান রাখবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন ।
