চুয়াডাঙ্গা সংবাদদাতা : সরকারের দিন বদলের সনদ; ভিশন-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুজ্জামান নুপুর ও জীবননগর থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ অমল ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ার
