মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ১০ অক্টোবর বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গলের নাজিরাবাদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছে রুহেল মিয়া (২৫), রাকিবুল (২২), খলিল মিয়া (২৮)। আটককৃতরা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল শহরের নাজিরাবাদ এলাকায় ৩ ছিনতাইকারী একটি সিএনজি অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।
