খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযান ২০১৩ এর উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার এ উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার কুরবান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার জেবুন্নেছা হক কোহিনুর, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, মুক্তিযোদ্ধা শামছ উদ্দিন প্রমূখ। এছাড়াও সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
