শ্যামলবাংলা ডেস্ক : একদল বন্দুকধারীর হাতে অপহৃত হয়েছিলেন, লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জেইদান। ঘটনাটি ঘটেছে ১০ অক্টোবর। তবে কয়েক ঘন্টা পরই তিনি মুক্তি পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর বরাত দিয়ে বিবিসে জানায় , ‘আর্থিক অনিয়মের কারণে মি জেইদানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে’ এমন কথা বলে একটি মিলিশিয়া গ্র“পের সশস্ত্র লোকেরা রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
মন্ত্রণালয় বলছে, এমন কোন সরকারি আদেশের অস্তিত্ব নেই। মুক্তি পাবার পর মি জেইদান তার মন্ত্রীসভার সদর দফতরে ঢুকছেন, এমন ভিডিও চিত্র লিবিয়ার টেলিভিশনে দেখানা হয়েছে।
