মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : ‘সবাই মিলে ইঁদুর মারি, সোনার ফসল ঘরে তুলি’ এ শ্লোগানকে সামনে রেখে রাজারহাট উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান/২০১৩ শুরু হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট সভাপতি সহ: অধ্যাপক এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো, ফজলুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী, কৃষক শ্রী অনিল চন্দ্র রায়, মাইনুল ইসলাম প্রমূখ। উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় অনুষ্ঠান পরিচালনা করেন।
উল্লেখ্য, উপজেলার প্রায় ৩ শতাধিক কৃষকের মাঝে ইঁদুর নিধনের বিভিন্ন কলাকৌশল ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
