মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার জেলা ছাত্রশিবির নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ঈদের আগে ছাত্রশিবিরের সভাপতিসহ জামায়াতের নেতাদের মুক্তির দাবীতে ঝটিকা মিছিল করেছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার সময় মিছিলটি শহরের এম সাইফুর রহমান রোড থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ, পৌর সভাপতি দেওয়ান আশিক, কলেজ শাখার সভাপতি আবদুল করিম প্রমুখ। ঝটিকা মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্রশিবিরের নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
