মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার গরিবপুর গ্রাম থেকে ২টি বোমা উদ্ধার করেছে র্যাব। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে স্থানীয় মিন্নাত আলীর বাড়ি পাশে আব্দুল কাদেরের হলুদ ক্ষেত থেকে ওই বোমা দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় মিন্নাত আলীর বাড়িতে ডাকাত দল হানা দেয়। গ্রামবাসী প্রতিরোধ করতে গেলে গ্রামবাসীর উদ্দেশ্যে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে ও প্রতিরোধকারী বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে ডাকাতরা। ওই ঘটনার দু’দিন পর আবাদী জমিতে দুটি তাজা বোমা দেখতে পেয়ে স্থানীয় লোকজন র্যাবকে বিষয়টি জানালে র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল বোমা দুটি উদ্ধার করে। ডাকাত দলের সদস্যরা ওই বোমা দুটি ফেলে রেখে গিয়েছিল বলে ধারনা করছে র্যাব।
র্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানিয়েছেন, লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি তাজা ও শক্তিশালী বলে ধারনা করা হচ্ছে।
