মো: আবুল হাসান, বরগুনা : বরগুনার পৌর শহর থেকে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে পৌর শহরের রাসেল স্কয়ার থেকে ২শ গ্রাম গাজাসহ হারুন অর রশিদ নয়া নামে ওই গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ জানান, ডিকেপির ধানসিড়ি সড়কের আবদুল মজিদের ছেলে নয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তাকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমনি চাকমা জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
