পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ার বনগ্রামে খালের পানিতে ডুবে মাহিন নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে। সে বেড়া পৌর এলাকার মুনু মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে মাহিনকে খুজে পাওয়া যাচ্ছিল না। খোঁজা-খুঁিজর এক পর্যায়ে বাড়ীর পাশের খালের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হামাগুড়ি দিয়ে বাড়ীর পাশের খাল পাড়ে গিয়ে সকলের অজান্তে খালের পানিতে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।