শ্যামলবাংলা ডেস্ক : আদালতের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন পেতে যাচ্ছে এনডিপি। ১৯৯১ সালে এনডিপি থেকে সাংসদ নির্বাচিত হওয়া সালাউদ্দিন কাদের বর্তমানে বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার নাম ব্যবহার করেই নিবন্ধন পেতে যাচ্ছে দলটি।
২০০৮ সালে নিবন্ধনের অবেদন করেও ব্যর্থ হয়ে হাইকোর্টের স্মরনাপন্ন হয় দলটি। স¤প্রতি আদালত দলটিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দেয়। এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা ওই রায়ের অনুলিপি গত ১ অক্টোবর ইসিতে দাখিল করে নিবন্ধনের আবেদন করেন।
ইসির নিবন্ধন বাছাই কমিটির এক সদস্য আদালতের রায়ের বাধ্যবাধকতার বিষয়টি উলেখ করে জানান, সাকা চৌধুরী এনডিপিকে বিলুপ্ত করেননি বা তৎকালীন মহাসচিব হিসাবে বিলুপ্ত করার কোনো সুযোগও তার ছিল না। বর্তমান কমিটিতেও তার নাম নেই। সেেেত্র সাকাবিহীন দলটিকে প্রয়োজনীয় প্রমাণাদি আমলে নিয়ে নিবন্ধন দেয়া হতে পারে।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধনের একটি শর্তে বলা হয়, স্বাধীনতার পর দলীয় প্রতীক নিয়ে অন্তত একটি আসন লাভ করা দল নিবন্ধনের আবেদন করতে পারবে। ১৯৯১ সালে এনডিপি থেকে সাংসদ নির্বাচিত সাকা চৌধুরী ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দিলেও তার নাম দিয়ে ওই শর্ত পূরণ করে ‘বাঘ’ প্রতীকে নিবন্ধন চায় এনডিপি। কিন্তু সাকা চৌধুরী দলে না থাকায় তখনকার কমিশন নিবন্ধন আটকে দেয়।