মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা তথ্য অফিসের উদ্যোগে পতœীতলা উপজেলা অডিটরিয়াম হলরুমে ৯ অক্টোবর বুধবার বর্তমান সরকারের দিন বদলের সনদ, বর্তমান সরকারের সাফল্য শীর্ষক আলোচনাসভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সুফি আব্দুল্লহীল মারুফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম শাহীন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ পতœীতলা শাখার সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, এনজিও সংস্থা কারিতাস পতœীতলার ব্যবস্থাপক মীর জানে আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পতœীতলা শাখার সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক মোকলেছুর রহমান চৌধুরী বাবু, মিলটন উদ্দীন, মহিলা বিষয়ক অফিসার সোলায়মান আলী সহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, এনজিও প্রতিনিধি, সূধীজন প্রমূখ।
