ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
ছাতকের ২৭টি পূজা মন্ডপের মধ্যে মন্ডলীভোগস্থ চৈতন্য সংঘের পূজা মন্ডপকে টাইটানিক জাহাজের আদলে আকর্ষনীয় করে সাজানো হয়েছে। টাইটানিক পূজা মন্ডপ দেখতে পূজা’র ৩দিন আগ থেকেই দর্শনার্থীরা ভীড় জমাচ্ছেন চৈতন্য সংঘের পূজা মন্ডপে। ভিন্নরূপে মন্ডপ সাজানোর কারনে দর্শনার্থীদের কাছে আকর্ষনীয় হয়ে উঠছে এ পূজা মন্ডপ। প্রতি বছরই চৈতন্য সংঘের পূজা উদযাপন কমিটি ভিন্নমাত্রা যোগ করার চেষ্টা করে। এ বছর টাইটানিকের আদলে পূজা মন্ডপ সজ্জিত করে নতুন মাত্রা যোগ করেছে আয়োজক কমিটি। পূজা কমিটির সাধারণ সম্পাদক লিটন ঘোষ জানান, গতানুগতিক চিন্তা পরিহার করে আমরা প্রতি বছরই নতুনত্ব সৃষ্টির চেষ্টা করে থাকি। টাইটানিকের আদলে মন্ডপ সাজাতে শিল্পী মোস্তফার নেতৃত্বে ৭জন সহকারি শিল্পী টানা ১৫দিন ধরে কাজ করে দেড় ল টাকা ব্যয়ে মন্ডপ সজ্জিত করেছেন। শিল্পী মোস্তফা জানান, দর্শনার্থীদের কাছে মন্ডপটি ভাল লাগলে তার কাজের স্বার্থকতা আসবে।
