ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৩ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে প্রধানমন্ত্রীর সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে আ’লীগ নেতার মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১০, ২০১৩ ৭:৪১ অপরাহ্ণ

Jamalpur_District_Map_Bangladesh_0জামালপুর সংবাদদাতা : জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ  হারিয়েছেন আহসান হাবিব টিটু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
জানা যায়, ১০ অক্টোবর বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা মাঠে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে সকাল থেকেই এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন আহসান হাবিব টিটু। তিনি জনসভাস্থলে বিকেল সাড়ে ৩টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি প্রাণ হারান। তার মৃত্যুর বিষয়টি জনসভা চলাকালে খুব একটা জানাজানি না হলেও জনসভা শেষ  হওয়ার পরপরই তা ছড়িয়ে পড়ে দলীয় নেতাকর্মীসহ সর্বত্র। ফলে বিশেষ করে টিটুর নিজ এলাকা দেওয়ানগঞ্জের নেতাকর্মীরা মাত্র ৬ ঘন্টা আগে যাকে সামনে রেখে আনন্দ উল্লাসে মেতে প্রধানমন্ত্রীর  সমাবেশে গিয়েছিলেন, ঠিক ৬ ঘন্টা পর তার লাশ কাধে নিয়েই তাদের ফিরতে হয়েছে প্রচন্ড শোক বিহ্বলতায়।
এদিকে আওয়ামী লীগ নেতা আহসান হাবিব টিটুর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, হুইপ মির্জা আযম, জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!