জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেনসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মিছিলটি গোবিন্দগঞ্জবাজার প্রদক্ষিণ শেষে পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ইসলামী ছাত্র শিবির ছাতক থানা পূর্ব সাথী শাখার সভাপতি আব্দুল তাহিদের সভাপতিত্বে ও দক্ষিণ থানা সভাপতি ইমরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রশিবির সিলেট জেলা উত্তরের সাবেক সেক্রেটারী হুসাইনুজ্জামান লিটন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের দপ্তর ও সাহিত্য সম্পাদক আব্দুল আউয়াল, সিলেট মহানগর শিবির নেতা আবুল মনসুর চৌধুরী, ছাতক পশ্চিম থানা শিবিরের সভাপতি জুবায়ের আহমদ জুয়েল, জামায়াত নেতা মিজানুর রহমান, আমিরুল হক মেম্বার, জুনেদ আহমদ, সুহেল আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ শিবিরের সভাপতি আনছার আলী প্রমুখ।
