কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর মাঠে সশস্ত্র ডাকাতদলের বোমা হামলায় কমপক্ষে ৫ জন গরু ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। ৯ অক্টোবর বুধবার রাতে আলমডাঙ্গা গরু হাটে গরুবিক্রি করে নিজ এলাকা মেহেরপুর ফেরার পথে ওই ঘটনা ঘটে। এ সময় গরু ব্যবসায়ীদের নিকট থেকে কমপক্ষে আড়াইলাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। আহতরা হচ্ছে, খোকন, জালাল, নওসের, ইয়াজুল ও সেলিম। এরা সবাই মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা।
জানা যায়, মেহেরপুর এলাকার গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে পাওয়ার ট্রিলারযোগে বাড়ি ফেরার পথে ২৪/২৫ জনের সশস্ত্র ডাকাতদল আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর রাস্তায় কলাগাছ ফেলে গতিরোধ করে তাদের ওপর হামলা করলে ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ডাকাতরা তাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। ডাকাতদলের ছোড়া হাতবোমায় কমপক্ষে ৫ জন আহত হয়। এসময় ৩ জন গরু ব্যবসায়ীকে আটক করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। বোমার শব্দে ও গরু ব্যবসায়ীদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহত গরু ব্যবসায়ীদেরকে গ্রামবাসী উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেছে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ। ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
