ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৩ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চালু হতে যাচ্ছে ঈশ্বরদী বিমান বন্দর

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১০, ২০১৩ ৬:০৮ অপরাহ্ণ

ishurdi-biman bondorপাবনা প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর আগামী ১৩ই অক্টোবর চালু হচ্ছে ঈশ্বরদী বিমান বন্দর। পাবনা- ৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপরে পরিচালক (এটিএসএ্যন্ড এরো:) আজাদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় এমপি শামসুর রহমান শরীফ জানান, বার বার আশ্বাস, প্রতিশ্র“তি আর ঘোষণার বৃত্তে ১৭ বছর ধরে ঈশ্বরদী বিমানবন্দর বন্ধ ও প্রায় পরিত্যক্ত থাকলেও বর্তমান সরকার বিমানবন্দরটি চলতি অক্টোবর মাসের ১৩ অক্টোবর চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপরে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদীতে এসে বিমান বন্দরটি চালুর ব্যাপারে প্রাথমিক ভাবে কাজও শুরু করেছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপ এক পত্র মারফত আগামী ১৩ অক্টোবরের মধ্যে ঈশ্বরদী বিমানবন্দরটি চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উলে­খ করে ১০ অক্টোবরের মধ্যে বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর এপ্রোচ ফানেলের সেন্টার লাইন বরাবরে অবস্থিত গ্রামীণ ফোনের মাইক্রোওয়েভ ট্রান্সমিশন টাওয়ার অপসারণের জন্য লিখিত নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান বন্দরটি বন্ধ থাকার কারনে ঈশ্বরদীতে প্রতিষ্ঠিত ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছিল দেশী-বিদেশী বিনিয়োগকারীরা। লিচু ও নানান প্রকার সব্জি আবাদের আধিক্য, দেশের অন্যতম চাল উৎপাদনের বড় মোকাম এবং বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান ছাড়াও যোগাযোগের েেত্র উত্তর দণিাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঈশ্বরদীতে বিমানবন্দরটি দ্রুততম সময়ের মধ্যে চালু করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ এবং দেশের বৃহৎ প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করার কারণে সরকার ঈশ্বরদী বিমানবন্দরটি চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ঈশ্বরদী বিমানবন্দরটি সেনাবাহিনীর দুগ্ধ খামার (মিলিটারি ফার্ম) হিসেবে ব্যবহার হচ্ছে।
জানা গেছে, ১৯৬০ সালে ৪’শ ১২ একর জমির উপর ঈশ্বরদী বিমান বন্দরের প্রাথমিক কাজ শুরু হয়। তখন প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে রানওয়ে তৈরী করে ডাকোটা ডিসি-৩ বিমান চালু করা হয়। ১৯৬৬ সালে কংক্রিটের রানওয়ে তৈরীর পর ডিসি-৩ বিমানও বন্ধ করে ফকার এফ-২৭ বিমান চালু করা হয়। ওই সময় উত্তরবঙ্গে জরুরী অবস্থা মোকাবিলার জন্য আমেরিকান সি-১৩০ বিমানও ঈশ্বরদী বিমান বন্দরে উঠানামা করতো।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ঈশ্বরদী বিমান বন্দরটি তিগ্রহস্থ হয়। ১৯৭২ সালে এ বিমানবন্দরটি মেরামত করে আবারও ঈশ্বরদী-ঢাকা ঈশ্বরদী রুটে প্রথমে ডাকোটা ডিসি-৩ এবং পরে ফকার এফ-২৭ বিমান চালু করা হয়। এরশাদ সরকারের আমলে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে নতুন একটি বিমান বন্দর স্থাপন করা হয়। এসময় বাংলাদেশ বিমানের সুষ্ঠ পরিকল্পনার অভাবে বারবার ভাড়া বৃদ্ধি এবং সময় সূচীর পরিবর্তন করা হয়। পরে পর্যায়ক্রমে পাবনা ও কুষ্টিয়ার টিকিট বিক্রির শাখা অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে এ অঞ্চলের যাত্রীরা বিভিন্ন রুটে বাসে ঢাকায় যাওয়া শুরু করে।
রাজশাহী বিমান বন্দরের সার্ভিস চালু হওয়ার পর অল্প সংখ্যক আসন দিয়ে ঢাকা-রাজশাহী-ঈশ্বরদীর মধ্যে সপ্তাহে মাত্র একটি ফাইট চালু রাখা হয়। তখন অভিযোগ উঠে টিকিট বিক্রি না করে সরকারি কিছু ষ্টাফ যাতায়াত করতো। আর বাকি আসন থাকত ফাঁকা। এভাবে লোকসানসহ নানা অজুহাতে ১৯৮৭ সালে ঈশ্বরদী বিমান বন্দরটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈশ্বরদীসহ উত্ত-দণিাঞ্চলের মানুষের দাবির পরিপ্রেেিত বিএনপি সরকার প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আবার বিমান বন্দরটি সংস্কার করে ১৯৯৪ সালের ১৭ জুলাই তা চালু করে। এ সময় প্রতি রবি ও বুধবার ঢাকা-রাজশাহী ও ঈশ্বরদীর মধ্যে বিমানের ফাইট চলাচল করতো। প্রায় তিন বছর এ রুটে বিমান চলাচল অব্যাহত থাকে।
এরপর নানা ভাবে নানা লোকশানের অজুহাত দেখিয়ে ৯৬ সালের ৩ নভেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য ঈশ্বরদীতে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঈশ্বরদী ইপিজেড, ইু গবেষণা ও প্রশিণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিএটিআই), রূপপুর পারমানবিক শক্তি প্রকল্প, ডাল গবেষণা কেন্দ্র, বেনারসি পল­ী শিল্প, রেশম বীজাগার, আবহাওয়া অধিদপ্তর, আলহাজ্ব টেক্্রটাইলস মিলস, পাকশী পেপার মিলস (বর্তমানে বন্ধ), ঈশ্বরদীতে অবস্থিত পাবনা সুগার মিলস লিঃ দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে জংসন, পাবনা মানষিক হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ম্যানেজার অফিস (ডিআরএম অফিস) ও পাবনা জেলা এই বিমান বন্দরের আওতায়। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ অফিস আদালত ঈশ্বরদীতে অবস্থিত।
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপরে পরিচালক (এটিএসএ্যন্ড এরো:) আজাদ জহিরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি নির্দেশনার প্রেেিত আগামী ১৩ অক্টোবর ঈশ্বরদী বিমানবন্দর চালু করার দিনণ ঠিক নির্ধারণ করা হয়েছে। এেেত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ও স্থানীয় এমপিসহ উর্দ্ধতন কর্তৃপরে উপস্থিতিতেই উদ্বোধন করা হবে ঈশ্বরদী বিমান বন্দর।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!