রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা : বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাউজানের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর বৃধবার বিকেলে ওই ঘটনা ঘটে। নিহত মো. হাসান মানিক (২০) একজন পাইপ ফিটার। তিনি উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকার জনৈক ইদ্রিস মিয়ার পুত্র।
জানা যায়, ৪/৫ জন শ্রমিক চট্টগ্রাম শহরের মরাদপুরের বশির বিল্ডিং এর নিচ তলায় ফাইপ ফিটার শ্রমিকের কাজ করছিল। এসময় অসাবধানবশত বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে মানিক। তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




