ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
ছাতকে দণিাঞ্চলের ৪টি ইউনিয়নবাসীর দুঃখের কারন হয়ে দাঁিড়য়েছে জালালপুর-দোলারবাজার-লামারসুলগঞ্জ সড়ক। এ সড়ক সংস্কার হওয়া না হওয়ার দোলাচলে কেটে গেল বর্তমান সরকারের ৫ বছর। ৪টি ইউনিয়নের কয়েক লাধিক মানুষ বর্তমান সরকারের আমলে সড়ক সংস্কার হওয়ার আশা ছেড়ে দিয়েছে। গত ১৬ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জালালপুর-লামারসুলগঞ্জ সড়ক সংস্কারের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করলে আবারো সড়ক সংস্কারের আশায় অপোর প্রহর গুনছিলেন ৪ইউনিয়নবাসী জনসাধারণ। কিন্তু উদ্বোধনের ৮ মাসেও সড়ক সংস্কার কাজের কোন লন দেখতে পাননি দণিাঞ্চলবাসী। ফলে বর্তমান সরকারের আমলে এ সড়ক সংস্কারের কাজ সম্পন্ন না হওয়ার আশংকাই করছেন তারা। ছাতকের দণিাঞ্চলের দণি খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ভাতগাঁও, ছৈলা-আফজলাবাদ, দোলারবাজার ইউনিয়নের কয়েক ল মানুষের জেলা ও বিভাগীয় শহরের সাথে যোগাযোগ রার গুরুত্বপূর্ন এ জালালপুর-দোলারবাজার-লামারসুলগঞ্জ সড়ক। প্রায় ৭ বছর ধরে সড়কটি সংস্কারের অভাবে এসব এলাকার মানুষদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান সরকার মতায় আসার পর থেকে বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের মাধ্যমে সভা-সমাবেশ ও মানব বন্ধন করে সড়ক সংস্কারের দাবী তুলেছেন স্থানীয়রা। এ সড়ক নিয়ে দণিাঞ্চলবাসীর মধ্যে তীব্র ােভের সঞ্চার হয়েছে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে জালালপুর-লামারসুলগঞ্জ সড়ক সংস্কারের বিষয়টি অন্যতম ইস্যু হিসেবে দাঁড়াতে পারে বলেও অভিজ্ঞ মহল মনে করছেন। বর্তমানে এ সড়ক দিয়ে মারাত্মক ঝূকি নিয়ে যান চলাচল করছে। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা ও জনসাধারণ জীবনের ঝুকি নিয়েই এ সড়ক দিয়ে যাতায়াত করছে।
এদিকে ছাতক-জাঊয়াবাজার সড়কের শ্যামপাড়া-আকিজ মাঠ থেকে আন্ধারীগাঁও পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় রাস্তায় ছোট-বড় গর্তের সৃষ্টি হলে জীবনের ঝুঁকি নিয়েই সাধারণ লোকজন রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার-হাজার যাত্রী সাধারনকে দূর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। ছাতক-জাউয়া সড়কের এ অংশে বিশাল-বিশাল গর্তের কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। এখানের অনেকস্থানে পাকা সড়কের অস্থিত্ব ছিল বলে মনে হয়না। পৌর শহর থেকে জাউয়াবাজার, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ পর্যন্ত ৩টি সড়ক রয়েছে। সব ক’টি সড়ক দিয়ে ছাতক পৌছাতে খানা খন্দকে ভরপুর এ অংশটি ব্যবহার করতে হচ্ছে যাত্রী সাধারণের। আকিজ মাঠ থেকে আন্ধারীগাঁও পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই নাজুক থাকায় স্থানীয় লোকজন সংশ্লিষ্ট দপ্তরে সংস্কারের জন্য বার-বার আবেদন-নিবেদন করে ব্যর্থ হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপ এদিকে কোন নজর দিচ্ছেনা। সামান্য বৃষ্টি হলে রাস্তার গর্তে পানি জমে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চালক সমিতির প থেকে মাটি-বালু দিয়ে গর্ত ভরাট করে সড়কটি সচল রাখছে তারা। সড়ক দিয়ে দোয়ারাবাজার, জাউয়াসহ ছাতক সদর, চরমহলা, উত্তর খুরমা ইউনিয়নের যাত্রী সাধারণ প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কে যাতায়াতকারী স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিার্থীরাও নানা দূর্ভোগের শিকার হচ্ছে। এছাড়া ছাতকের কৈতক-হায়দরপুর সড়ক, গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়ক, নোয়ারাই-বাংলাবাজার সড়ক, জাউয়া-ভাতগাঁও সড়ক, নোয়ারাই-নরসিংপুর সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে এসব সড়ক সংস্কার না হওয়ায় সড়কগুলো বেশ ঝুকিপূর্ন হয়ে উঠেছে।
