শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এডভোকেট বলেছেন, এ অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটানোর ব্যাপক প্রত্যাশা নিয়ে সার্ক গঠিত হলেও আজও তা পূরণ হয়নি। তিনি বলেন, আমাদের সামনে সার্কের বিপুল সম্ভাবনার দ্বার খোলা রয়েছে। রাষ্ট্রপতি ১০ অক্টোবর বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টেন্টস (সাফা) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে রাষ্ট্রপতি ওই কথা বলেন।
‘বিদেশী বিনিয়োগ- অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার’ এই প্রতিপাদ্য নিয়ে ওই অনুষ্ঠিত সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, একুশ শতক আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভুত হয়েছে। আমরা যদি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যর্থ হই, তাহলে, আমরা আমাদের দেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না।
দণি এশীয় দেশগুলোর মধ্যে পূর্ণ সহযোগিতা, আস্থা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সম্ভাবনাকে বাস্তব রূপ দেয়ার আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) একটি দেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাংলাদেশের মতো দেশের জন্য এফডিআই’র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হিসাবরকদের কাছে জাতির প্রত্যাশা অনেক। তিনি সততা ও আন্তরিকতা নিয়ে মানুষের কল্যাণে হিসাবরকদের শিা ও প্রশিণকে কাজে লাগানোর আহবান জানান।
ইনস্টিটিউট অব চার্টার কস্ট এন্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) এর আয়োজনে আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, সাফা সভাপতি আবদুল মান্নান, আইসিএমএবি সভাপতি একেএম দেলওয়ার হোসেন এবং সাফা সম্মেলন কমিটির চেয়ারম্যান আবদুল আজিজ প্রমূখ ।