হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ৮ অক্টোবর মঙ্গলবার গভীররাতে সদর উপজেলার কোনাগাতি এলাকা থেকে ৭ জন ও বেলকুচি থেকে আরও ২ জনকে আটক করা হয়। এরা হচ্ছে আব্বাস আলী (৩৫), রাজ্জাক (২৯), ছাত্তার (৩০), সাগর (১৮), বরাত আলী (১৯), শান্ত (২৩), তুষার ইমরান (২৬), সুমন (১৯) ও এমদাদ হোসেন (২৩)।
জানা যায়, ঈদ ও পূজা উপলক্ষে নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে উপজেলার কোনাগাতি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে ডিবি পুলিশের টহল দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি খেলনা পিস্তল, একটি হাসুয়া ও ছুড়ি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই বেলকুচি থেকে আরো দুই ডাকাতকে আটক করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ওই তথ্য নিশ্চিত করেছেন।
