মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা :
মহম্মদপুর উপজেলার মৌফুলকান্দি গ্রামের বীর মক্তিযোদ্ধা চাঁন মিয়া (৭৫) ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালাহি………..রাজিউন) তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে মৌফুলকান্দি ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে পলাশবাড়িয়া গোরস্থান ময়দানে রাষ্টীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে মৌফুলকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
