আবুল কাশেম, লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা সদরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর কাজি মাহমুদন্নবী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শরমিন, অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। এছাড়াও লক্ষ্মীছড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সফি উল্লাহ মীর, হাই স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত বিকাশ দত্ত, ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা, অংক্যজাই মারমা, প্রতুল কান্তি চাকমা, আবুল হাসেম চৌধুরী, আব্দুর রশীদ মোল্লা, খন্দকার আব্দুল ওহাব সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জোন কমান্ডার প্রথমে এলাকার সার্বিক বিষয়ে অবহিত হন। পরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পূজা এবং ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সহযোগীতার করার আশ্বাস দেন তিনি।
