শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, রাষ্ট্রীয় টাকায় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াচ্ছেন। হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় যাচ্ছেন। নিজ দলের পে মাননীয় প্রধানমন্ত্রী ভোট চাইছেন।
জাতীয় প্রেস কাবের কনফারেন্স লাউঞ্জে মাহমুদুর রহমান মুক্তি পরিষদের উগ্যোগে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনাসভা তিনি ওই কথা বলেন।
ফারুক বলেন, এটা মতার পুরোপুরি অপব্যবহার।
বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হবে না উলেখ করে তিনি সরকারকে স্পষ্টভাষায় জানান, প্রধানমন্ত্রী নৌকার পে ভোট চাইলে ভোটের সামগ্রী আর ভোট কেন্দ্রে পৌছবে না।
প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার ঘটনাকে তিনি নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন অথচ নির্বাচন কমিশন কমিশন বলছে তপসিল ঘোষাণার আগে এধরনের প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন হয় না।
সরকারের উদ্দেশ্যে হুশিয়ারী দিয়ে বিরোধী দলীয় হুইপ বলেন, এখনো সময় আছে. সংসদে নির্দলীয় সরকারের বিল এনে দ্রুত তা পাস করুন। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশকে অস্থিরতার হাত থেকে রা করুন। অন্যথায় নির্দলীয় সরকারের দাবির আন্দোলনের কর্মসূচি ঈদের পর ঘোষণা করে রাজপথে এর ফয়সালা করা হবে ।
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সরকারের ‘নির্যাতনের’ নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবিও জানান তিনি।
মাহমুদুর রহমান মুক্তি পরিষদের আহ্বায়ক রেজাউল কবির সিকদার রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুলাহ, আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম আবদুলাহ, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমূখ।
