মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হযেছে। ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহঃ সভাপতি মো. শাছুল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গোলাম সরওয়ার বাবলু, ছাত্রনেতা আব্দুস সালাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউপি আওয়ামী লীগের সা. সম্পাদক মোঃ ইউনুস আলী মন্ডল।
