মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম গরিবপুরে বাচ্চু মিয়া (৩৫) নামের এক ভ্যান চালককে জবাই করে হত্যা করেছে ডাকাতেরা। এছাড়াও ডাকাত দলের সদস্যদের ছোঁড়া বোমায় আহত হয়েছেন আরও ৩ গ্রামবাসী। ৮ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ওই গ্রামের জয়েন উদ্দীনের ছেলে। আহতরা হলেন আব্দুর রাজ্জাক, আব্বাস আলী ও মিন্নাত হোসেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাত ১টার দিকে গরিবপুর গ্রামের মিন্নাত আলীর বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়ির লোকদের চিৎকারে ছুটে যায় গ্রামবাসী। প্রতিরোধের মুখে পড়লে ডাকাতদলের সদস্যরা গ্রামবাসীদের লক্ষ্য করে পরপর ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। বিস্ফোরিত বোমার আঘাতে আহত হয় ৩ জন। বোমার বিকট শব্দে গ্রামবাসী পিছু হটলে ভ্যান চালক বাচ্চু মিয়াকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। ডাকাতেরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বাচ্চুর লাশ উদ্ধার করে গ্রামবাসী।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতি ও হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ওই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।
