মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে পিঁয়াজের মূল্য আগুনে ঝলসে যাবার যোগার হয়েছে ক্রেতাসাধারণের। ৯ অক্টোবর বুধবার স্থানীয় হাটবারে প্রতিকেজি পিঁয়াজের মূল্য একলাফে বেড়ে ১শ টাকায় ঠেকেছে। দুইদিন আগেও একই পিঁয়াজ এখানে প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। একলাফে প্রায় দ্বিগুণ মূল্য হওয়ায় ক্রেতাসাধারণের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, কোরবানী ঈদের এক সপ্তাহ আগে এখন পিঁয়াজের যে মূল্য বেড়েছে তা নমুনামাত্র। সামনের কয়েকদিনে মূল্য আরও বৃদ্ধি পাবে। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, এমনিতেই অকারণে যেহারে মূল্য বেড়েছে তাতেই নাভিশ্বাস অবস্থা, এর উপর আরো বৃদ্ধি পেলে সাধারণ মানুষের জন্য এ পিঁয়াজ ক্রয় করাটাই কঠিন হয়ে দাঁড়াবে। স্থানীয় খুচরা বিক্রেতারা জানান, পাইকারী বিক্রেতারা পিঁয়াজের মূল্য এভাবে বৃদ্ধি করায় পিঁয়াজের বাজার চরম অস্থির হয়ে উঠেছে।