গজনবী, দৌলতখান (ভোলা) : ভোলার দৌলতখানে কোষ্টগার্ডের হাতে ৫হাজার ৪শ লিটার চোরাই তেলসহ আটক ১০ চোরাকারবারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার ওই চোরাকারবারীদের দৌলতখান থানায় সোপর্দ করা হলে থানা পুলিশ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। এরা হচ্ছে মিজান (৩০), মহিউদ্দিন (২৫), কিবরিয়া (২২) সর্ব সাং দৌলতখান পৌর ২নং ওয়ার্ড, আবুল (২৬) পৌর ১নং ওয়ার্ড, গিঙাস (৪০) আমির হোসেন (৩০), মিজু (৩০) , আলাউদ্দিন (৩০), বাচ্চু (৩০), বিল্লাল (৩৫)।
উল্লেখ্য, সোমবার ভোরে দৌলতখান চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলার, ৫ হাজার ৪’শ লিটার চোরাইতেলসহ ১০ চোরাকারবারী সদস্যকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোন। চোরাই তেলের মধ্যে ছিল, ৩হাজার ৪’শ লিটার সয়াবিন, ২ হাজার লিটার অকটেন । যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা । জানা গেছে, হাজীপুর সংলগ্ন মেঘনা নদীতে নোঙর করে রাখা জাহাজ থেকে চোরাই তেল নামিয়ে ট্রলারযোগে চৌকিঘাট এলাকায় আনে চোরাকারবারীরা। পরে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালিয়ে ওইসব চোরাই তেল আটক করে।