মো. কামরুল হাসান, মহম্মদপুর (মাগুরা) : অব্যাহত বর্ষণে মাগুরার মহম্মদপুর শহর রক্ষা বাঁধের একাংশ ধ্বসে পড়েছে। শহর রক্ষা বাঁধ ও মহম্মদপুর-লোহাগড়া সড়কের বাঐজানী গ্রামের ভেতরে ১শ গজের বেশি রাস্তার একাংশ ইতোমধ্যে রাস্তা সংলগ্ন খালের মধ্যে ধ্বসে পড়েছে। সড়ক ও জনপদ বিভাগের ওই সড়কের ধ্বসে পড়া অংশ ক্রমশ: ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ ১শ গজের মধ্যকার প্রশস্ত সড়কটি খালের মধ্যে ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগের ওই সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের কাজ হয় চলতি বছরের শুরুর দিকে। স্থানীয়দের বাধা উপেক্ষা করে সংশ্লিষ্ট ঠিকাদার সড়কের দুই পার্শ্ব প্রশস্ত করার জন্য রাস্তা সংলগ্ন গভীর খালের মধ্য থেকেই মাটি উত্তোলন করে। ফলে খালটি আরও গভীর হয়ে যায়। এরপর খালের পাশে প্যালা সেটিং দেয়া হয়। রাস্তার উত্তর পাশ থেকে প্যালা সেটিংয়ের মাঝের অংশেও খালের গভীর থেকে মাটি তুলে ভরাট করা হয়।
জোয়ারের পানিতে টান ধরার সাথে সাথে খালের পানিও কমতে শুরু করে। এরই মধ্যে টানা বর্ষণ শুরু হয়। বর্ষণে সড়ক ও জনপদ বিভাগের ওই সড়কের বাঐজানী গ্রামের ভেতরে প্রায় একশ’ গজ রাস্তার উত্তর পার্শ্বজুড়ে ফাটল দেখা দেয়। গত ২ দিনে প্যালা সেটিংসহ সড়কের দুই জায়গা ধ্বসে পড়ে খালের ভেতরে। সড়কের ধ্বসে পড়া অংশ এখন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। বর্ষণ অব্যাহত থাকলে শহর রক্ষা বাঁধের ওই অংশের পুরো সড়কটি খালের মধ্যে ধ্বসে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা প্রকৌশলী ওসমান গণি বলেন, সড়কটি আমাদের নয়, এটি সড়ক ও জনপদ বিভাগের। এ বিষয়ে মাগুরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রশীদ বলেন, দ্রুত সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
