শ্যামলবাংলা ডেস্ক : জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, কোনো পদপে গ্রহণ করা না হলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষই পানি ঘাটতির মধ্যে পড়বে। ৯ অক্টোবর বুধবার হাংগেরির রাজধানী বুদাপেস্টে পানি বিষয়ক শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে ওই কথা বলেন।
বান কি বলেন, প্রতিবছর মাথাপিছু ১,৭০০ ঘনফুটের কম পানি ব্যবহার করাকে ‘পানি ঘাটতি’ বলে চিহ্নিত করা হয়েছে। পানি সংকট নিরসনকে বিভিন্ন দেশের সরকার অগ্রাধিকার দিলেও কোনো সরকার এককভাবে এ সমস্যার সমাধান করতে পারবে না।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে সম্মেলনে সব দেশের সর্বাধিক প্রতিনিধি যোগ দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এ সমস্যা নিরসনে সমাজের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে ।
