ইমরান হোসাইন, তানোর :
সারাদেশের মত রাজশাহীর তানোরে উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরীর কাজ শেষে কারু শিল্পীদের তুলির আঁচড়ে শেষ মুহুর্তে চলছে প্রতিমাকে নানা রঙ্গে রাঙ্গানোর কাজ। পূজাপালনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশদের থাকছে কঠোর নজরদারী। এউপলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত রোববার উপজেলা মিলয়নাতনে সর্বস্তরের মানুষকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এউপলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন ও থানার অফিসার ইনচার্জ বেশ কয়েক দিন ধরে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।
গত বুধবার সরজমিনে উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডব পরিদর্শনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি মন্ডবে মন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষে কারু শিল্পীরা রংতুলি দিয়ে প্রতিমাকে নানান রঙ্গে সাজাতে শেষ মুহুর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। প্রতিবারের মতো এবারো চলছে মন্ডবের সামনে নানান সাজে নির্মিত হচ্ছে বিশাল বিশাল আয়তয়নের বাহারী রকমারী গেট। রাস্তায় ও পূজা মন্ডবের চারি পাশে লাগানো হচ্ছে রঙ্গিন বাতি যা রাতের আধারে আলোকিত করে রাখবে চাঁদের আলোর মত।
এবার তানোর উপজেলায় মোট ৫২টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝুকিপূর্ণ মন্ডব রয়েছে ৪২টি, গুরুত্বপূর্ন মন্ডব ৫টি ও সাধারন ৫টি মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে অজ বৃহস্পতিবার থেকে। ইতিমধ্যে সকল মন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে বর্তমানে চলছে প্রতিমাকে নানা রঙ্গে রাঙ্গানোর কাজ।
এনিয়ে তানোর কেন্দ্রীয় পূজা উৎযাপন কমিটির সভাপতি স্যামল অধিকারী ও স্বপন কুমার জানান, এবার পূজা উদযাপনে তাদেরকে কঠোর নিরাপত্তা দিচ্ছেন উপজেলা ও থানা প্রশাসন। প্রতিদিন থানা পুলিশ প্রতিটি পূজা মন্ডবে টহল অব্যাহত রেখেছেন। উপজেলায় মোট ৫২টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে পূজা উৎযাপন করার ল্েয প্রতিটি মন্ডব এলাকায় মন্ডব পূজা উৎযাপন কমিটি গঠন করা হয়েছে। মন্ডব গুলোতে সার্বিক নিরাপত্তার জন্য নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।
থানা পুলিশের পাশাপাশি সহযোগীতা করার জন্য আমাদের গঠিত এই কমিটির সদস্যরা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। পূজা উৎযাপন কমিটির তানোর উপজেলা শাখার সভাপতি শ্রী নারায়ন চন্দ্র বিশ্বাস বলেন, গতবারের তুলনায় এবার আরো জাকজমক ও স্বতঃস্ফুতভাবে পূজা উদ্যাপন হবে বলে আশাবাদি তিনি। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর সহযোগীতায় সরকারীভাবে মন্ডব গুলোতে সুষ্টুভাবে পূজা উদ্যাপনের লে সহায়তা প্রদান করা হয়েছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন (তুহিন) বলেন, পূজামন্ডব গুলোতে যেন কোন প্রকার নাশকতা না হয় এ জন্য থানা পুলিশ অত্যন্ত তৎপর ও নিরাপত্তা জোরদার করেছে। মন্ডব গুলোতে প্রতিদিন পুলিশ টহল অব্যাহত রয়েছে। মন্ডব গুলোতে কঠোর নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি সৈনিকদের নিয়োজিত করা হয়েছে
