জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে মুক্তিযোদ্ধা সংসদ ও সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়াকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার সকালে বর্তমান কমান্ডার পদপ্রার্থী তোতা মিয়ার নির্বাচনী কার্যালয়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা রবিন্দ্রনাথ মিন্টুর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনোয়ার রহমান তোতা মিয়া। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, আলহাজ্ব পিয়ারা মিয়া, শাহাব উদ্দিন, আলকাছ আলী, রজব উদ্দিন, ফখর উদ্দিন, আব্দুল কাইয়ূম, নিজাম উদ্দিন বুলি, ইউনিয়ন কমান্ডার আব্দুন নুর, আব্দুল মছব্বির, আজর আলী, রজব আলী, শারু মিয়া, তালেব আলী, আব্দুর রউফ, কিরন দাস, আব্দুর রহিম, ফারুক মিয়া, গোপাল কৃষ্ণ সরকার প্রমুখ। সভায় প্রতিবাদ জানাতে উপজেলার দু’শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত হন। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রচারে এবং মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর লিখিত একটি লিফলেটে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও সাবেক কমান্ডার তোতা মিয়ার বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় নিয়ে ষড়যন্ত্রকারীদের কঠোর হস্তে দমন করা হবে। বিগত দিনে মুক্তিযোদ্ধা সংসদের অর্থ আত্মসাতকারীরাই সংসদ কার্যালয় নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পূর্বেও এ চক্র ষড়যন্ত্র করে সংসদ কার্যালয় দখল করতে চেয়ে ছিল। এদের চিহ্নিত করে মুক্তিযোদ্ধারাই তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আগামী মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে এসব ষড়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে। এরা ক্ষমতায় এলে সংসদ কার্যালয় বিক্রি করে দেয়ার সম্ভাবনাও রয়েছে বলে বক্তারা বলেন। এদিকে এক বিবৃতিতে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি আবু শামীম, সহ-সভাপতি সুমন দাস, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অপূর্ব দেবনাথসহ নেতৃবৃন্দ লিফলেটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নাম ব্যবহার করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। ওই লিফলেটের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
