চুয়াডাঙ্গা সংবাদদাতা: ‘আমার হাতেই আমার সুস্বাস্থ্য’ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে ৯ অক্টোবর বুধবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রধান রাস্তা প্রদণি করে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওমর আলী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন।
