মো. খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর গ্রামে লুবনা বেগম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে। লুবনা স্থানীয় দুবাই প্রবাসী মো. হারুন মিয়ার মেয়ে এবং স্থানীয় মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
জানা যায়, লুবনা বুধবার দুপুর ১ টার দিকে তার শোবার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয় ইউপি সদস্য কাজল দেবনাথ সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কি কারণে লুবনা আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি কেউ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ও স্থানীয় কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
