জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ব্র্যাক পেইস’র বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার জেলার ৯টি বিদ্যালয়ের মধ্যে ওই প্রতিযোগিতা সুনামগঞ্জের জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, ব্র্যাক’র জেলা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সুনামগঞ্জ সদরের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয়, ছাতকের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, শাল্লা’র শাহিদ আলী পাইলট উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজারের ভোগলা রুসমত আলী উচ্চ বিদ্যালয়, দিরাই’র ধল পাবলিক উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জের বেহেলি উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। ‘দারিদ্র নয়- জনসংখ্যাই বাংলাদেশের প্রধান সমস্যা’ এ বিষয়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় শাল্লা’র শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী নাহিমা আক্তার নিপা। দলনেত্রী রায়হানা ইসলামের নেতৃত্বে রিফাত তাসনীম প্রভা, আতিয়া আদিবা ও সাদিয়া তাসনীম প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে।
