ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৩ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীর কৃতি শিক্ষার্থী শবনম : মেডিকেলে ১০৩ তম স্থান অর্জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৮, ২০১৩ ৬:২৬ অপরাহ্ণ

Sabnamএম. আর. টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু রায়হান এক কৃতি ছাত্রীর মুখে আনুষ্ঠানিকভাবে মিষ্টি তুলে দিয়েছেন। ৮ অক্টোবর দুুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় সংশ্লিষ্ট অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায়, ভায়াডাঙ্গার টেঙ্গরপাড়া গ্রামের অধিবাসী মো. শফিউল্লাহ ও মোরশেদা বেগমের এক মাত্র কন্যা শবনম আক্তার স্বপ্না ২০০৭ সালে  ওই প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। শেরপুর আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল হতে এস এস সি পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ-৫ প্রাপ্ত হয়ে শেরপুর সরকারী কলেজে বিজ্ঞানে এইচ এস সি-তে ভর্তি হয়ে ২০১২ সালে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত হয়। ২০১৩ -২০১৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ১শ ৩ তম স্থান অর্জন করার পর প্রতিষ্ঠানে সাক্ষাত করতে এলে সবার মাঝে আনন্দ উচ্ছাসের সৃষ্টি হয়। এক প্রতিক্রিয়ায় স্বপ্না জানান, তিনি আদর্শ চিকিৎসক হয়ে অসহায় মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিজেকে আজীবন স¤পৃক্ত রাখবেন। তার প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রিয় লেখক কথাশিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়।  স্বপ্না ও তার পিতা-মাতা আদর্শ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে সকলের দোয়া কামনা করেন। মোবাইল বার্তায় প্রতিষ্ঠানটির তদানিন্তন মেধাবী ছাত্র ও বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (মেরি টাইম এফিয়ার্স) রিয়ার এডমিরাল (অব;) মোঃ খোরশেদ আলম এই মেধাবী ছাত্রী স্বপ্নার আদর্শ জীবন গঠনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!