ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও ব্যাক ওয়াশ কর্মসূচীর যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৩ উদযাপিত হয়েছে।
এ উপলে ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভা স্থানীয় পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শাহ জাহান আকন্দ। ব্যাক ওয়াশ কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক ইব্রাহীম মিয়া, প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি এম মোকাদ্দেস প্রমূখ। এর আগে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহেরর প্রধান প্রধান সড়ক প্রদনি করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
