মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস দলের অংশগ্রহণে কাব হলিড এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্কাউটস্ এর আয়োজনে কমলগঞ্জ মডেল হাই স্কুল এÐ কলেজ মাঠে উপজেলা স্কাউটস সভাপতি ও কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিা অফিসার পঞ্চানন বালা, মৌলভীবাজার-হবিগঞ্জ অঞ্চলের স্কাউটস এর সহকারী পরিচালক এস, এম, জাহিদুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক মো: আব্দুল ওয়াহিদ, উপজেলা মাধ্যমিক শিা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা শিা অফিসার কিশলয় চক্রবর্তী।
উপজেলা স্কাউটস্ সম্পাদক মোশাহিদ আলীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ মডেল হাই স্কুল এÐ কলেজের প্রধান শিক রনেন্দ্র কুমার দেব, সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মো: সানোয়ার হোসেন, প্রধান শিক গাজী সালাহ উদ্দিন প্রমুখ। দিনব্যাপী কাব হলিডে অনুষ্ঠানে কাব কার্নিভান, বিভিন্ন ধরনের খেলাধূলা, দড়ির কাজ ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমলগঞ্জ কাষ্টারের কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর, মাধবপুর ও আলীনগর ইউনিয়নের ৩৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস শিক ও কাব দলের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উলেখ্য, কমলগঞ্জ উপজেলার ৫টি কাষ্টারের অধীনে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস দলের অংশগ্রহণে ৫ম দিন মঙ্গলবার কাব হলিডে সমাপ্ত হয়।
