শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাইকে ফের হত্যার হুমকি দিয়েছে পাকিস্তানি তালিবানরা। পাকিস্তানে তালিবানের মুখপাত্র শাহিদুলাহ শাহীদ বরাত দিয়ে ইন্ডিয়ান অনলাইন জিএনআই এর খবরে প্রকাশ মালালা তার এলাকায় শিার প্রসার ঘটনোর চেষ্টা করেছিল সে কারনে তাকে মারা হয়নি। তাদের অভিযোগ, মালালা ইসলাম নিয়ে মস্করা করেছিল। তার উপর গুলিচালানোর জন্য এটাই যথেষ্ট কারণ বলে শাহিদুলাহ শাহীদ জানিয়েছেন।
তালিবানের ওই মুখপাত্র হুমকি দিয়েছেন, মালালা যদি ফের এই ধরনের কিছু করার চেষ্টা করে তাহলে তাকে হত্যা করতে তারা পিছপা হবে না। ওই জঙ্গীগোষ্ঠীর তরফে জানানো হয়েছে মালালাকে হত্যা করে তারা গর্ব অনুভব করবে। মঙ্গলবার মালালার আত্মজীবনী দদআই অ্যাম মালালা: দ্য গার্ল হু স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড ওয়াজ শট বাই দ্য তালিবানদদ প্রকাশিত হবে।
এদিকে মালালার উপর গুলি চালানোর একবছর পর ফের মালালাকে হত্যার হুমকী দিল তালিবানরা।
