মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ৫ জন শিশু শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিবন্ধী উপকরণ প্রদান করা হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে ইউএনও আমিনুর রহমান ওই উপকরণ বিতরণ করেন।
শারিরীক প্রতিবন্ধী প্রথম শ্রেণীর ছাত্র পাপ্পু কুমার, মাসুদ রানা ও সজিব ইসলামকে হুইল চেয়ার, দৃষ্টি প্রতিবন্ধী তৃতীয় শ্রেণীর ছাত্রী মরিয়ম মুক্তাকে চশমা এবং শ্রবণ প্রতিবন্ধী চতুর্থ শ্রেণীর ছাত্র পাপ্পু কুমারকে শ্রবণ যন্ত্র প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।
