মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী।
উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইফা নওগাঁর ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার আব্দুর রউফ, মহাদেবপুর সুপারভাইজার রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ, গোলাম নূরানী আলাল, হাফেজ সোহেল রানা, কারী আ. মান্নান প্রমুখ।